প্রকাশিত: Sat, May 6, 2023 2:15 PM আপডেট: Mon, Jan 26, 2026 5:50 AM
তৃণমূল বিএনপির হাল ধরলেন নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা, প্রার্থী দেবেন ৩শ আসনে
রিয়াদ হাসান: তৃণমূল বিএনপির হাল ধরলেন প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা। আগামী বছর কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা। আড়াই মাস আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।
শনিবার দুপুরে গুলশানে ‘শাইনপুকুর’ স্যুটের সিগনেচার হলে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদার স্ত্রী এবং তৃণমূল বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সিগমা হুদা দলের এ সিদ্ধান্তের কথা ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মায়ের পাশের চেয়ারে বসা ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা। পরে তাকে নেতারা করতালি দিয়ে অভিনন্দন জানান।
সিগমা হুদা বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান ও পার্টি ফান্ড এবং নির্বাচনি ফান্ড সংগ্রহ করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি আসনে দলের প্রার্থীর তালিকা তৈরি করা হবে।
তিনি বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার চিন্তা-চেতনা এবং আদর্শ ধারণ ও বহন করে দলীয় নেতৃত্বে আনার লক্ষ্যে শুক্রবার তৃণমূল বিএনপির সাধারণ সভায় প্রয়াত চেয়ারম্যানের বড় কন্যা অ্যাডভোটেক অন্তরা সেলিমা হুদাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। প্রত্যাশা করছি, তার নেতৃত্বে ব্যারিস্টার নাজমুল হুদার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে তৃণমূল বিএনপিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি জানান, বর্তমান কমিটি অ্যাডহক ভিত্তিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম কাউন্সিলসভা পর্যন্ত কাজ চালিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে অন্তরা সেলিমা হুদা বলেন, আমার বাবার স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমি এই দায়িত্ব পালনে সম্মত হই। আজকে আমি দলের সব সদস্য ও দেশের জনগণকে নিয়ে যেন দেশের জন্য ও দেশের জনগণের জন্য এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, এ জন্য আমি আপনাদের (গণমাধ্যম) কাছে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সহযোগিতা ও দোয়া চাই।
২০১৫ সালের ২০ নভেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। এই বছরের ১৬ ফেব্রুয়ারি দলটি (তৃণমূল বিএনপি) নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। তৃণমূল বিএনপির নির্বাচনী প্রতীক- ‘সোনালী আঁশ’ এবং দলীয় স্লোগান হচ্ছে- ‘সুস্থ রাজনীতি, সুশাসনের ভিত্তি’।
সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির মহাসচিব শেখ হাবিবুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান উপস্থিত ছিলেন। সম্পাদনা: শামসুল বসুনিয়া
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি